Dec 4, 2011

তাওবাহ


আল্লামা নববী (র) বলেন, উলামায়ে কিরামের মতে, ইসলামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব।
যদি গোনাহ আল্লাহ ও বান্দার মধ্যে হয় এবং তার সাথে কোন মানুষের হক জড়িত না থাকে, তবে তা থেকে তওবা করার তিনটি শর্ত রয়েছে।
প্রথম শর্তটি হচ্ছেঃ তাওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয়ত, সে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত হবে।
তৃতীয়ত, তাকে পুনরায় গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।