Dec 4, 2011

তাওবাহ


আল্লামা নববী (র) বলেন, উলামায়ে কিরামের মতে, ইসলামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব।
যদি গোনাহ আল্লাহ ও বান্দার মধ্যে হয় এবং তার সাথে কোন মানুষের হক জড়িত না থাকে, তবে তা থেকে তওবা করার তিনটি শর্ত রয়েছে।
প্রথম শর্তটি হচ্ছেঃ তাওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয়ত, সে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত হবে।
তৃতীয়ত, তাকে পুনরায় গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।
আর যদি অন্য কোন ব্যক্তির সাথে গুনাহের কাজটি সংশ্লিষ্ট থাকে তাহলে ইসলামের নীতি অনুযায়ী তা থেকে তাওবা করার জন্য উপরোক্ত তিনটি শর্ত ছাড়া আরো একটি শর্ত আছে। এই চতুর্থ শর্তটি হচ্ছেঃ তাওবাকারীকে হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। যদি কারও ধন-সম্পত্তির হক থাকে এবং এরূপ অন্য কিছু থাকে, তবে তাকে তা ফেরত দিতে হবে। কোন অন্যায় দোষারোপ এবং এরূপ অন্য কোন বিষয় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তার শাস্তি ভোগ করতে হবে অথবা তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। গীবত বা পরনিন্দার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।

No comments:

Post a Comment